মাদারীপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কর্মসূচির অর্থায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে চার লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদ সচিব রিপন চন্দ্র বাড়ৈ, প্যানেল চেয়ারম্যান আরিফা আক্তার, ইউপি সদস্য আক্তার হোসেন সিকদার, ছাত্রলীগনেতা রিফাত সিকদার প্রমুখ।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা দাবি করে বলেন, ‘আমরা প্রতিবছর সাহায্য চাই না, স্থায়ী বাঁধ চাই।’
ইউএনও পিংকি সাহা বলেন, ‘সরকারের পুনর্বাসন সহায়তার চেক বিতরণ করা হলো, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’