শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোল চত্বরের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, নিহত যুবক গত কয়েকদিন ধরে পাঁচ্চর এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলেও মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ভোররাতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিস্তারিত ঘটনা তদন্তাধীন রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর