এলপিজি সিলিন্ডারসহ লুট হওয়া ট্রাক উদ্ধার
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ট্রাকসহ ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ৷ গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে ঢাকার আশুলিয়ার গকুলনগর থেকে লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার কার্যালয় (শিবচর) থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া খালি গ্যাস সিলিন্ডারের মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা৷
ক্ষুদে বার্তায় জানানো হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক মোংলা যাওয়ার পথে গত ৮ জানুয়ারি মধ্যরাতে শিবচরের দত্তপাড়া এলাকায় পৌঁছায়৷ এ সময় সাত-আটজনের ডাকাতদল পিকআপ নিয়ে ট্রাকটির গতিরোধ করে চালক আসলাম খান ও হেল্পার রিফাতকে কুপিয়ে আহত করে৷ ডাকাতদল আহতদেরসহ সিলিন্ডার ভর্তি ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়৷ পথিমধ্যে আহতদের ফেলে রেখে যায়৷
ক্ষুদে বার্তায় বলা হয়, এ ঘটনায় পরে শিবচর থানায় একটি ডাকাতির মামলা হয়। পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশ মামলার পর পরই অভিযানে নামে৷ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার আশুলিয়ার গকুলনগরে ডাকাত আতিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি করে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে জব্দ করা হয়। এর মধ্যে ৫০ পিস দ্বিখণ্ডিত করা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়৷
ক্ষুদে বার্তায় আরও বলা হয়, মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর