মানিকগঞ্জে করোনা-উপসর্গে ১৯ জনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/30/manikgonj-sivil-sarzan.jpg)
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন আটজন এবং উপসর্গ ছিল ১১ জনের। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন পাঁচজন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের।’
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিনজন মারা গেছেন।’
সিভিল সার্জন আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন হাজার ৪০২ জন।’
সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০৭ জন মারা গেছে।