মানিকগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর, বাকরুদ্ধ মা-বাবা
মানিকগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে ফাহাদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলিনগর গ্রামের ছাউকাত আলী ও রোজিনা বেগম এর ছোট ছেলে।
স্থানীয়রা বলছেন, সকালে ফাহাদ তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে গোসল শেষে আরেকটি পুকুরের পাড় ঘেঁষে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে। পুকুর পাড় ঘেঁষে যাওয়ার কোনো এক সময় হয়তো সে ওই পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। পুকুরটি বড় না হলেও গভীরতা থাকায় ফাহাদ পানিতে ডুবে যায়।
এদিকে ফাহাদকে এলাকার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। ফাহাদের মা রোজিনা সে সময় সাপ্তাহিক কিস্তি দেওয়ার জন্য স্থানীয় কেন্দ্রে গিয়েছিলেন। এর মধ্যে পরিবারের সবাই ফাহাদকে খুঁজতে বের হলে পাশের বাড়ির পুকুরে তাঁর বড় চাচি মরদেহটি ভাসতে দেখেন। পরে লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ফাহাদদের বাড়িতে প্রতিবেশীদের ভিড় জমে যায়। সন্তানকে হারিয়ে ফাহাদের মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানিয়েছেন, শিশুমৃত্যুর ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।