মিথ্যাবাদী হয়ে থাকলে যেন আল্লাহর গজব নাজিল হয় : মামুনুল হক
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গতকালকে সোনারগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তাঁর ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়।
আজ রোববার দুপুরে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশব্যাপী হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে তুমুল সমালোচনা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, পবিত্র ইসলাম ধর্মের নামে সংগঠনটি ‘অপবিত্র’ কাজ করছে। সংগঠনটির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেন শেখ হাসিনা।
এরপরই লাইভে আসেন মামুনুল হক। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলামের আলোচিত এই নেতা।
গাড়িতে বসে ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, ‘গতকাল থেকে আমাকে নিয়ে যা কিছু হচ্ছে এটা আমি... মর্মাহত এবং সংক্ষুব্ধ। বিশেষ করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের ওপর ভিত্তি করে আমার চরিত্রের ওপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন আমি এতে অত্যন্ত মর্মাহত। আমি মনে করছি, তিনি আমার চরিত্রের ওপর না জেনে না বুঝে অসত্য তথ্যের ওপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন। তিনি কিংবা তাঁর সরকারের উচ্চপদস্থ বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন। কয়েকজন মন্ত্রী ও একাধিক ব্যক্তি এই ধরনের কথা বলেছেন।’
নিজের দ্বিতীয় স্ত্রী প্রসঙ্গে ওই লাইভে মামুনুল হক বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলছি, গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি সে শরিয়ত সম্মত উপায়ে হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার ওপর যেন আল্লাহ-পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার...।’
একাধিকার চ্যালেঞ্জ জানিয়ে এই হেফাজত নেতা বলেছেন, ‘পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমার স্ত্রী সম্পর্কে অসত্য ভুল মিথ্যা তথ্য দিচ্ছেন, আমার চরিত্রের ওপর কালিমা লেপন করার চেষ্টা করছেন, তাঁরা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ তুমি তাঁদের ওপর তোমার গজব নাজিল কর... আমি তাঁদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাব, এরূপ দিক যদি তাঁদের সত্য সাহস থাকে...।’