মুক্তি পেলেন যুবদল সভাপতি টুকু
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, ‘কারাগারের গেটে যুবদলের নেতাকর্মীরা টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কারাগারের দিকে যাত্রা শুরু করেন।’
গত ৪ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির সমাবেশ শেষে ঢাকা ফেরার পথে রাজধানীর আমিনবাজার থেকে আটক হয়েছিলেন টুকু।