মুজিবনগরে ভারতীয় নাগরিক আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/08/meherpur.jpg)
মুজিবনগর থানা। ছবি : এনটিভি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাঁকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম নাসির শেখ (৪৫)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা কর্তৃপক্ষ।
নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মণনগর গ্রামের সাত্তার শেখের ছেলে।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, বিজিবি নাসির শেখকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার এ বিষয়ে মামলা হবে। পরে তাঁকে আদালতে পাঠানো হবে।