মুন্সীগঞ্জের পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/11/munshigonj-lash.jpg)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাপ্পি ও সাড়ে ৪টার দিকে তামিমের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
উদ্ধরকৃত দুই শিক্ষার্থী হলো দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পি (১৫) ও একই এলাকার মৃত মো. মিনহাজের ছেলে মো. তামিম (১৪)। তারা কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মাওয়া নৌপুলিশের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল কবীর জানান, সকালে কেরানীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবক মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে যায়। দুপুরের দিকে পদ্মার নতুন চরে গিয়ে সবাই অবস্থান নেয়। সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ওই দুই শিক্ষার্থীও বন্ধুর পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল।