মুন্সীগঞ্জে আহত শাওন মারা গেছেন
মুন্সীগঞ্জ মোক্তারপুরে গতকাল বুধবার বিএনপির সমাবেশে পুলিশের হামলায় গুরুতর আহত শাওন মারা গেছেন (ইন্না লিল্লাহি ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।
আহত শাওনের ভাই সোহান বলেন, আমার ভাই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ রাতে মারা গেছে। আমার ভাই যুবদলের মিরকাদিম পৌর ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বর্তমানে বিএনপির কর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও।
শাওনের মৃত্যুর খবর পেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।