মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারণায় হিরো আলম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশ নেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হিরো আলম। ছবি : এনটিভি
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে শ্রীনগর উপজেলার কোলা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হিরো আলম। তিনি মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলামের তালা মার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কোলাপাড়ায় ইউনিয়নের বিভিন্ন বাজার ঘরবাড়ি রাস্তাঘাট ভোটারের কাছে ভোট চান। এ সময় তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন অনেকে।
এ সময় হিরো আলম বলেন, ‘আগে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এই এলাকায় এসে নির্বাচনের পরিবেশ ভালো বলে মনে হচ্ছে। তবে নির্বাচনের দিন ভোটাররা প্রভাবমুক্ত থাকে সে ব্যাপারে যেন প্রশাসন ভূমিকা নেয়।’