মুন্সীগঞ্জে কিশোর অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/01/munshi-pic.jpg)
মুন্সিগঞ্জে নিখোঁজের দুই দিন পর আবু রায়হান নামের এক কিশোর অটোরিকশা চালকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের ঈদগাহের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোর রায়হান (১৫) সদর উপজেলার ধলাগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে।
গত ২৯ এপ্রিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রায়হান নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মান্দ্রা গ্রামের ঈদগাঁহের পাশে খনন কাজ চলা পুকুরের পারে মৃতদেহটি দেখ পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) টুটুল জানান, স্থানীদের খবরে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও খুন করে তাঁকে এখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। অথবা এখানে এনে এই তাঁকে খুন করা হতে পারে। রাতে বৃষ্টি হওয়ায় রক্ত সব ধুয়ে গেছে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না খুনটা কোথায় করা হয়েছিল। তবে লাশের গলায় একটি বটি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।