মুন্সীগঞ্জে গাড়িচাপায় শিশু নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/19/munshiganj-sreenagar-photo.jpg)
মুন্সীগঞ্জে গাড়িচাপায় নিহত শিশু মো. লাবলু শেখ। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাড়িচাপায় মো. লাবলু শেখ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবলু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ী এলাকার পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতো। তার বাবা সোহেল মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকা থেকে জেলার শ্রীনগরে এসে অটোরিকশা চালান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভুইয়া জানান, অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে মারা যায় লাবলু।