মুন্সীগঞ্জে জাসাসের কর্মিসভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার একটি পার্টি সেন্টারে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা জাসাসের সাবেক সভাপতি মো. হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাকির হোসেন রোকন, কেন্দ্রীয় জাসাসের সদস্য অ্যাডভোকেট আমিনুল হক, কেন্দ্রীয় জাসাসের সদস্য মো. হাবিবুর রহমান খান জসিম প্রমুখ।
কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর হোসেন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন, জেলা মহিলা দলের সম্পাদিকা পাপিয়া ইসলাম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন খান আসু, জেলা মহিলা দলের সদস্য বিউটি আক্তার তিশা ও সিরাজ ঢালী।