মুন্সীগঞ্জে স্টিল মিলে ক্রেনচাপায় শ্রমিক নিহত, দোষীদের বিচার দাবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ম্যাগনাম স্টিল মিলে ক্রেনচাপায় কালাম (৩২) নামে এক শ্রমিক মারা যাওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবি উঠেছে। আজ বুধবার সকাল থেকে মিলটির প্রধান ফটকে বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন নিহতের স্বজনরা।
স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার রাতে ম্যাগনাম স্টিল মিলে ক্রেন চাপায় কালাম মারা যান। কর্তৃপক্ষের অবেহলায় কালামের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। নিহত কালাম বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ও তিন সন্তানের পিতা। ম্যাগনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
গতকাল নাইট শিফটে দায়িত্ব পালন করার সময় ক্রেন চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ সময় আহত হয় আরও কয়েকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলেও মিল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। অভিযোগ ওঠে আহতদের চিকিৎসায় আন্তরিকতা দেখায়নি মিল কর্তৃপক্ষ।
নিহত কালামের বড় বোন আসমা বেগম বলেন, ‘এর আগেও এই মিলে কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিক মারা গেছে। নূন্যতম নিরাপত্তার নিশ্চিত না করে তারা শ্রমিকদের কাজে নিয়োগ করে।’ উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিচারের দাবিতে মিলের প্রধান ফটকের অবস্থান নিলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাদের ভেতরে প্রবেশ করতে অনুমতিও দেওয়া হয়নি।
নিহত কালামের ছেলে সিফাত হোসেন বলেন, ‘বাবার মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ দিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মিল কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।
গজারিয়া থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজন ও কিছু স্থানীয় লোকজন মিলের সামনে অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো করা হয়েছে।’