যাত্রীবাহী বাস খালে, নিহত বেড়ে ৫
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন।
ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ডুবুরি এসে আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত করতে কার্যক্রম চালাচ্ছেন। স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে দাবি করছেন, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাননে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর খাল থেকে বাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এক ঘণ্টা পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে পাঁচজন মারা গেছেন। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানার জন্য ডুবরিদল কাজ করছে।

 
                   আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
                                                  আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
               
 
 
 
