‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিল পুলিশ
‘জুলাই ঐক্য’র ডাকে শুরু হওয়া ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিয়েছে পুলিশ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বাড্ডা প্রগতি সরণি এলাকায় মার্চটি আটকে দেয় পুলিশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই মার্চ শুরু হয় বলে জানান ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসমাইল পাটোয়ারী।
ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেয় জুলাই ঐক্য।
পুলিশের বাধার পর সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ‘জুলাই ঐক্য’র নেতারা।
ডাকসু নেতা ও ‘জুলাই ঐক্য’র সংগঠক জুবাইর বলেছেন, আমাদের ভয়ে ইন্ডিয়া হাইকমিশন বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই যে আমাদের দেশের দিকে তাকাবে।
এদিকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ দুপুর থেকেই ভারতীয় হাইকমিশন ঘিরে পুলিশ সদস্যদের উপস্থিত দেখা যায়। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের গেটে সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এ বিষয়ে গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মদ মাসুদ বলেন, জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাড্ডা লিংক রোডেও পুলিশের অবস্থান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক