প্রগতি সরণি ছাড়ল জুলাই ঐক্য
পুলিশি বাধার মুখে রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় নিজেদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে ফিরে গেছে জুলাই ঐক্য। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পুলিশি বাধার মুখে তারা ফিরে যান।
এর আগে ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু হাইকমিশন’কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই মার্চ শুরু হয়।
এদিকে ‘মার্চ টু হাইকমিশন’কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা জোরদার করা হয় ইন্ডিয়ান হাইকমিশনের গেটে। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের গেটেও সেনাবাহিনীর সদ্যসদের মোতায়েন করা হয়েছে। বিকেল ৪টার দিকে বাড্ডার প্রগতি সরণি এলাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’আটকে দেয় পুলিশ।
এই বিষয়ে গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মদ মাসুদ বলেন, জুলাই ঐক্যর ‘মার্চ টু হাইকমিশন’কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমাদের এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাড্ডা লিংক রোডেও পুলিশের অবস্থান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক