ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
দেশে ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং সামনের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলেই কেবল জবাবদিহিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন যে আগামী নির্বাচন কোনো সাধারণ পরীক্ষা বা এক্সপেরিমেন্টের বিষয় নয়, বরং এটি পরিবর্তনের একটি বড় সুযোগ।
বক্তব্যে তিনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো তাঁর সুনির্দিষ্ট জনকল্যাণমুখী পরিকল্পনাগুলো তুলে ধরে বলেন, এগুলো কেবল স্বপ্ন নয় বরং ক্ষমতায় গেলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি জানান, ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাবেন। এ সময় তিনি নিজের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। বক্তব্যের শেষ পর্যায়ে একটি ভিডিওর মাধ্যমে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নময় চিত্র তুলে ধরা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক