ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাটামোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রেজাউল করিম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটামোর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী রেজাউল করিম ও সঙ্গে থাকা দুই সন্তান আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)