মুন্সীগঞ্জে ৩৫ ককটেল জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/05/munshiganj.jpg)
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি গ্রামে পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত ৩৫টি ককটেল। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩৫টি ককটেল জব্দ করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি গ্রাম থেকে এসব ককটেল জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মল হক বলেন, ওই এলাকায় একটি বাড়ির পেছনে লতাপাতা দিয়ে ঢেকে রাখা তিনটি বালতিতে ৩৫টি ককটেল জব্দ করা হয়েছে। বিভিন্ন সময় এই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সময় এসব ককটেল ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।