বদলগাছীতে দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/badolgasi.jpg)
নওগাঁর বদলগাছীতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ডাঙ্গীসাড়া গ্রামের এক কীটনাশক ব্যবসায়ীর সঙ্গে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে তারা ওই ব্যবসায়ীকে মারধর করেন। এমন খবর পেয়ে ওই ব্যবসায়ীর পরিবার ও গ্রামবাসী দুজনকে মারধর করলে সংঘর্ষ বাঁধে।
উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। উভয়পক্ষের কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জনকে চিকিৎসা দিয়েছি। দুজনকে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।