মেঘনায় নৌযানে ডাকাতিকালে একজন আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/22/atok.jpg)
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে নৌযানে ডাকাতির সময় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে হিজলা উপজেলার মেঘনা নদী সংলগ্ন রহমানের খেয়াঘাট এলাকা থেকে হিজলা নৌফাঁড়ি পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে।
আটককৃত মো. জসিম মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনেরচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মালামাল ডাকাতি হওয়া এমভি শুকরিয়া নামের বাল্কহেডের মালিক মো. স্বপন বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানায়, আজ দুপুরে বরিশালগামী একটি বাল্কহেডে ডাকাতি করে একদল ডাকাত। খবর পেয়ে হিজলা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে জসিম নামের ওই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম। বাকিরা পালিয়ে যায়।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাত দলকে ধাওয়া করে জসিম ডাকাতকে গ্রেপ্তারে সক্ষম হই।’
এমভি শুকরিয়া বাল্কহেডের মালিক মো. স্বপন জানান, মেঘনা নদীতে প্রায় সময় ডাকাতের কবলে পড়তে হয় নৌযানের স্টাফদের। তারা ডাকাতের হামলার শিকারও হন। তাই ডাকাতের ভয়ে নৌশ্রমিকরা এখন নদীতে যেতে চায় না। এভাবে চলতে থাকলে নদীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে।