মেহেরপুরে ফের চাঁদার দাবিতে ইটভাটায় সন্ত্রাসীদের হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/26/meherpur.jpg)
মেহেরপুরের গাংনী উপজেলায় দীর্ঘদিন পর আবারও ছয়টি ইটভাটায় শ্রমিকদের মারধর করেছে সন্ত্রাসীরা। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত ইটভাটাগুলো বন্ধ রাখার কথা বলেছে তারা। গতকাল সোমবার রাতে সন্ত্রাসীরা ইটভাটায় হানা দিয়ে তাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ইটভাটা মালিকরা জানিয়েছে, গভীর রাতে যখন শ্রমিকরা ইট পোড়ানোর কাজে ব্যস্ত ছিল, তখন ১০ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী প্রথমে থানা রোডের পান্না ব্রিক্সে হানা দেয়। এ সময় শ্রমিকদের মারধর করে। পর্যায়ক্রমে তারা পার্শ্ববর্তী দোয়েল ব্রিকস, পায়রা ব্রিকস, টু স্টার ব্রিকস, আস্থা ব্রিকস ও এ এস বি ব্রিকসে হানা দিয়ে তাণ্ডব চালায়।
এ এস বি ব্রিকসের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা হানা দিয়ে শ্রমিকদের মারধর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় ইটভাটার পরিবহনের যানবাহনে ভাঙচুর করে তারা।’
ইটভাটা মালিকরা জানান, সন্ত্রাসীরা শ্রমিকদের বেধরক মারপিট করে। সামান্য আহত করে কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা পাঁচটি ইটভাটাতেই কাগজে লিখে একটি মোবাইল নম্বর দিয়ে গেছে। ওই নম্বরে যোগাযোগ করে চাঁদা পরিশোধ করার জন্য বলা হয়েছে। চাঁদা না দিলে ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।
বিষয়টি নিয়ে ইটভাটাগুলোতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে আজ সকাল থেকেই ইটভাটার কার্যক্রম চালু থাকলেও রাতে শ্রমিকরা আর কাজ করতে চাইছে না।
বিষয়টি জানালে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’