মোংলায় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১০৩ আশ্রয়কেন্দ্র
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/23/monfla-news-pic.jpg)
সিত্রাংয় মোকাবিলায় বাগেরহাটের মোংলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ রোবাবর সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, সিত্রাংয়ের অধিক ঝুঁকিতে উপজেলার চিলার জয়মনিরঘোল, চাঁদপাই ইউনিয়নের কাইনমারী, কানাইনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকা অধিক ঝুঁকিতে রয়েছে। ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সাইক্লোন পরিস্থিতিতে পৌর শহর ও উপজেলার ছয়টি ইউনিয়নে এক হাজার ৩২০ জন সিপিবির সদস্য কাজ করবেন। পাশাপাশি কাজ করবে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিজিবি, বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন এনজিও। সতর্ক সংকেত ৫ নম্বর অতিক্রম করলেই সবাইকে আশ্রয় কেন্দ্রমুখী করতে কাজ করবে প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
জরুরি সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিওকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন। সেখানে বেশির ভাগ আশ্রয়কেন্দ্রই দুর্বল ও ঝুঁকিপূর্ণ বলে মতামত দিয়েছেন জনপ্রতিনিধিরা।
এদিকে, সিত্রাং কেন্দ্রিক সরকারি খাদ্য সহায়তা না পৌঁছালেও উপজেলা প্রশাসনের ৫০০ মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে।
আগামীকাল সোমবার বিকেল ৫টায় আবারও সভা ডাকা হয়েছে।
অন্যদিকে, মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আজ রোববার রাত ৯টায় এই হুঁশিয়ারি জারি করা হয়।