মৌলভীবাজারে পুলিশ সদস্যসহ দুজন করোনাভাইরাসে আক্রান্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/23/molovibazar.jpg)
মৌলভীবাজারে পুলিশ সদস্যসহ দুজনের শরীরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন কুলাউড়া থানায় কর্মরত পুলিশ সদস্য (২৫)। অন্যজন হলেন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের এক বৃদ্ধা (৬০)। নমুনা সংগ্রহ করার পর পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। অপরজন নিজ বাড়িতে আছেন।
সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, মৌলভীবাজার জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট ২৫৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে দুজনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। এর আগে রাজনগরে মৃত এক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
গত ১৯ এপ্রিল কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে পরীক্ষায় দুজনের কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়ে।