মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেসি ক্যান্টিনের উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/01/moulvibazar_0.jpg)
মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচ তলায় ম্যাজিস্ট্রেসি ক্যান্টিনের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। ছবি : এনটিভি
মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় ম্যাজিস্ট্রেসি ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ক্যান্টিনের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক উদ্দিন, যুগ্ম জেলা জজ সিরাজ উদ্দিন, যুগ্ম জেলা জজ রিয়াজুর রহমানসহ অন্য বিচারক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমদ চৌধুরী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম আজাদুর রহমান এবং জজশিপের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ও নাজিরসহ সাংবাদিকরা। পরে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।