ময়মনসিংহে জন্ম নেওয়া অদ্ভুত শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া অদ্ভুত শিশুটি মারা গেছে। আজ বুধবার বিকেলে শিশুটির জন্ম হয়।
শিশুটির বুক জোড়া লাগানো, দুই মাথা, দুই পা-চার হাত নিয়ে জন্মগ্রহণ করে। আজ বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইউনিট ৪-এ এই শিশুর জন্ম হয়।
আজ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম সাংবাদিকদের ওই খবর নিশ্চিত করে বলেন, শেরপুর জেলা থেকে ২০ বছর বয়সী এক গৃহবধূ প্রসব ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। বিকেলের দিকে ওই গৃহবধূ বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাত বিশিষ্ট একটি শিশু জন্ম দেন। পরে শিশুর পরিবার শিশুকে নিয়ে বাড়ি চলে যায়। ওই শিশু মারা গেলেও গৃহবধূ সুস্থ আছেন বলেও জানান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. নজরুল ইসলাম জানান, শিশুটি প্রিমেচিউরড, অপরিপক্ব ছিল। এ রকম শিশু সাধারণত বাঁচে না।