ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ৯ ডাকাত গ্রেপ্তার
ময়মনসিংহ কোতোয়ালি থানার চরকালিবাড়ী ময়লাকান্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা অপরাধচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
ময়লাকান্দায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরের বলাশপুরের মো. রাসেল (২৯), আকুয়ার মো. দুলাল (৩২), কৃষ্টপুরের মামুন (২৯), নওমহলের সীমান্ত (২৮), মদের ডিপোর মো. রাকিব (২০), চরপাড়ার সাগর আহম্মেদ (২৮), সাকিব (২১), কালিবাড়ির টিটু (২৭) এবং ব্রাহ্মপল্লীর রনি (২৫)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা রেলওয়ে এলাকাসহ ময়মনসিংহ ও পাশের নেত্রকোনা ও জামালপুর জেলার সুবিধাজনক স্থানগুলোতে ডাকাতির জন্য অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছিল বলে স্বীকার করেছে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে আজ বিকেলে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।