বদলগাছীতে ছাত্রলীগনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার সুমন হোসেন। ফাইল ছবি
নওগাঁর বদলগাছীতে ছাত্রলীগনেতা সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সেনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন হোসেন সেনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বদলগাছী উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল, সুমন হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।