সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ
জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কে কৃষকরা অবস্থান নেয়।
কৃষকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে কৃষি কর্মকর্তার আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দেয়। কৃষকরা তাদের চাহিদামতো সার পাচ্ছে না। এতে করে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজারে ডিলারের মাধ্যমে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। কিন্তু বরাদ্দ করা সারের তুলনায় বেশি কৃষক সার নিতে আসায় ডিলার রোমান মিয়া সার সরবরাহ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে কৃষকরা সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সড়ক অবরোধ করে সব যান চলাচল বন্ধ করে দেয় তারা। অবরোধের কারণে বকশীগঞ্জ-রৌমারী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। কর্মকর্তাদের আশ্বাসে দুই ঘণ্টা পর কৃষকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কৃষকদের জাতীয় পরিচয়পত্র দেখে সার সরবরাহ করা হবে। তারা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর