টেক্সটাইল কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈরে একটি টেক্সটাইল কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা এলাকায় ময়জুদ্দিন টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শ্রমিকদের পেট ব্যথা, মাথা ঘুরা, বমি, পাতলা পায়খানা শুরু হলে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর আগে গতকাল সোমবার রাতেও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ হয়ে পড়া শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, গতকাল সন্ধ্যা থেকে অনেক শ্রমিকের হঠাৎ করে ডায়রিয়া ও মাথা ব্যথা শুরু হয়। আজকে সকালে আমরা কারখানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আবারও অসুস্থ হয়ে পড়ি।
কারখানার এমডি লুৎফর রহমান বলেন, তিন দিন ধরে এ সমস্যা হচ্ছে। কারখানার ভেতরে শ্রমিকরা এলেই অসুস্থ হয়ে পড়ছে। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা দুদিনের ছুটি ঘোষণা করা হয়। পরে তাদের সফিপুর তানহা মেডিক্যালে ভর্তি করা হয়।
লুৎফর রহমান আরও বলেন, অর্ধশতাধিক শ্রমিককে ঢাকায় মহাখালী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিছু শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ময়জুউদ্দিন টেক্সটাইল লি. কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, কারখানার পানিতে কোনো সমস্যা আছে কি না, তা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)