ময়মনসিংহ হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহ হকার্স মার্কেটে লাগা আগুন দমকল বিভাগের ছয়টি ইউনিটের এক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল পৌনে নয়টায় ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দমকল বিভাগের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
প্রাথমিকভাবে আগুনে চার-পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দমকল বিভাগের কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ময়মনসিংহ দমকল বিভাগের উপপরিচালক মতিউর রহমান জানান, খবর পাওয়া মাত্র তারা আগুন নিযন্ত্রণে কাজ শুরু করেন। বেশি ক্ষতির আশঙ্কা থেকে মুক্তাগাছা ও ত্রিশাল থেকে ইউনিট আনা হয়। মতিউর বলেন, ‘ময়মনসিংহ শহরের সরু রাস্তা, পানির স্বল্পতা ও নিজস্ব পানি ব্যবস্থাপনা না থাকায় কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে’। ভবিষ্যতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে আগাম ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেও জানান এই কর্মকর্তা।