যমুনার পানি স্থিতিশীল, বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/24/sirajgonj_flood_photo-1.jpg)
সিরাজগঞ্জে স্থিতিশীল রয়েছে যমুনা নদীর পানি। তবে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার অনেক স্থানেই বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। একইসঙ্গে শুরু হয়েছে নদীভাঙন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/24/sirajgonj_flood_photo-2.jpg)
গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি না পাওয়ায় আজ মঙ্গলবার সকালেও যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে যমুনার পানি। বর্তমানে সেখানে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যা কবলিত এলাকার বসতবাড়ি, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে রয়েছে বন্যাকবলিত এলাকার ফসলি জমি। বিভিন্ন স্থানে শুরু হয়েছে নদীভাঙন। এতে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে বন্যাকবলিতরা।