যমুনায় সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে পাশে যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন আশ হাবিব (৪৩) নামে এক পর্যটক। আজ শুক্রবার দুপুরে সেখানে স্ত্রী-ছেলেকে নিয়ে বেড়াতে আসেন তিনি। নৌ-পুলিশ বলছে, তাঁকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঢাকার আশুলিয়া ঘোষবাগস্থ নাসা গ্রুপের একটি পোশাক তৈরি কারখানায় কর্মরত ছিলেন হাবিব। থাকতেন সাভারের রেডিও কলোনি এলাকায়। তিনি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে মৃত আজিজুর রহমানের ছেলে।
হাবিবের স্ত্রী শামীমা নাসরিন জানান, তাঁদের ছেলে অহনকে (১০) নিয়ে প্রাইভেটকারে আড়াইটার দিকে যমুনার তীরে বেড়াতে যান। তিনি তাঁর গাড়ির ড্রাইভার আলামিনকে খাবার কিনতে জাফরগঞ্জ বাজারে পাঠান। এরপর তাঁকে ও ছেলে অহনকে নদীর পাড়ে বসিয়ে নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। জেলেরা তাঁকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুবি দলকে খবর দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, রাতে নদীতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। আগামীকাল শনিবার সকাল থেকে অভিযান চালানো হবে।