যাত্রাবাড়ীতে যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের সনি টাওয়ারের সামনে থানা যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এর পরেই যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষে শামিম আহমেদসহ (৪৫) আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। ঘটনায় আহত শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে দেয় সভার লোকজন।
ওসি মাজাহারুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিল। এ সময় সেখান দিয়ে ছাত্রদলের নতুন কমিটি একটি মিছিল নিয়ে যাওয়ার সময় যুবলীগের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল ছোড়ে। এর পর পরই যুবলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে দুইজন আহত হলেও ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ওসি জানান, এ ছাড়া ঘটনাস্থল তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে যুবলীগের লোকজন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের মূল দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুবলীগের চলতি দায়িত্বে থাকা সহ-সভাপতি শামিম আহমেদ আহত হয়।