যানজট এড়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এড়িয়ে চলার অনুরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী এলাকা কয়েকদিন ধরে যানজটে নাকাল জনজীবন। তাই আজ শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপির ডিসি ট্রাফিক (মিডিয়া) আলমগীর হোসেন আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছেন।
জিএমপি বিবৃতিতে বলা হয়েছে, রাস্তায় বৃষ্টির পানি জমায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে তীব্র যানজটে সৃষ্টি হচ্ছে এই মহাসড়কে। যানজট নিরসনে কাজ করছে জিএমপির ট্রাফিক বিভাগ। স্বল্প সময়ের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেট এলাকার উভয়মুখী রাস্তা মেরামত করা হবে। তাই আজ রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।
জিএমপির বিবৃতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবর্তে এ সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ।
নির্দেশিত ঢাকাগামী রুট হলো : বনমালা রেলগেট-টঙ্গী পূর্ব থানা-স্টেশন রোড-ঢাকা এবং ধীরাশ্রম রেলগেট-হায়দারাবাদ চৌরাস্তা-নীমতলী ব্রিজ-স্টেশনরোড-ঢাকা।
অন্যদিকে, ময়মনসিংহগামী রুট হলো : ঢাকা-স্টেশনরোড-মিরেরবাজার-ভোগড়া (ঢাকা বাইপাস রোড) এবং কুড়িল বিশ্বরোড-৩০০ ফিট-উলুখোলা ব্রিজ-মিরের বাজার-ভোগড়া (ঢাকা বাইপাস রোড)।
জিএমপির বিবৃতিতে উল্লেখিত রুট ব্যতীত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।
জিএমপির ডিসি (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘যানজট নিরসনে এবং মানুষের ভোগান্তি কমাতে টঙ্গীর মিলগেট এলাকায় উন্নয়নকাজ চলমান রয়েছে। আগামীকালের মধ্যে রাস্তার সংস্কারকাজ পুরোপুরি শেষ হবে।’ তবে, মহাসড়ক যান চলাচলের উপযোগী হতে ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন।