ভূমিকম্পে শতাধিক পোশাক শ্রমিক আহত
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে গাজীপুরে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। পরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন পোশাক শ্রমিকেরা। পরে শতাধিক শ্রমিক আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ডেনিম্যাক গার্মেন্টসের সহস্রাধিক শ্রমিক একযোগে কারখানার বিভিন্ন তলা থেকে নামার চেষ্টা করেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে অন্তত শতাধিক শ্রমিক আহত হন।
স্থানীয় ও কারখানার শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আহতদের অটোরিকশা, গাড়ি বা সিএনজিযোগে হাসপাতালে পাঠান। উদ্ধারকারী শ্রমিকরা বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে অচেতন মনে হয়েছিল।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক বিজন কর্মকার বলেন, ৮০ জনের বেশি আহত গার্মেন্টস কর্মী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কিছুসংখ্যক আপাতত ভর্তি রয়েছেন এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে জানা যায়, আতঙ্কিত হয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।
এদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ ছায়াবিথি জোনের ডিজিএম মো. জিয়াউল হক বলেন, ভূমিকম্পে বেশ কিছু বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। চৌরাস্তা গ্রিডের ১৩২ কেভি বন্ধ হয়ে যাওয়ায় সব ৩৩ কেভি লাইন বন্ধ ছিল। ঘোড়াশাল গ্রিডেও সরবরাহ বন্ধ হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দু-একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেলেও তা যাচাই চলছে। আমাদের টিম মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।
গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে-এই খবর আমরা যাচাই করছি। আমাদের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সামগ্রিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করা হবে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।

নাসির আহমেদ, গাজীপুর