ভূমিকম্পে হেলে পড়েছে চারতলা ভবন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
ভূমিকম্পের কারণে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ধানসিঁড়ি হাউজিংয়ে একটি চারতলা ভবন পাশের ভবনের ওপর হেলে পড়েছে। ছবি : এনটিভি
ভূমিকম্পে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ধানসিঁড়ি হাউজিংয়ে একটি চারতলা ভবন পাশের ভবনের ওপর হেলে পড়েছে।
স্থানীয়রা বলেন, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হওয়ার পর মোহাম্মদ জিয়াউদ্দিনের চারতলা ভবনটি পাশের একটি সাততলা ভবনের দিকে হেলে যায়। পাশাপাশি দুটি ভবনের মাঝের ফাঁকা জায়গায় নির্মিত এই ভবনটি হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দুটি ভবনের বারান্দার রেলিংয়ের গাঁথুনিতে ফাটলের সৃষ্টি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনমালিক মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, তারা দ্রুত ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

জাহিদুর রহমান