শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ভূমিকম্প আঘাত হানে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
এদিকে তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
এএফপি জানায়, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়।
এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক