ভূমিকম্প : মায়ের সঙ্গে মাংস কিনতে বেরিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
রাফিউল ইসলাম রাফি। ছবি: সংগৃহীত
ভূমিকম্পে ভবনের রেলিং ভেঙে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বংশালের কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
রাফিউলের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের সঙ্গে মাংস কেনার জন্য বেরিয়েছিল সে। স্থানীয় নয়নের মাংসের দোকানের নিচে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হয়। এ সময় ভবনের রেলিং ভেঙে রাফিউলসহ তিনজন নিহত হন। এ ঘটনায় রাফিউলের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪) ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক