যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও প্রায় ২৫ লাখ টিকা
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস মোকাবিলায় আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। আজ রোববার সকাল ৮টা ২৭ মিনিটে আমেরিকা সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম প্রধান বলেন, আগামী ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে আরও ৪৬ লাখ ডোজ ফাইজারের টিকার চালান দেশে আসার কথা রয়েছে।