যুবদলনেতা শাওনের গায়েবানা জানাজা
দেশের বিভিন্ন স্থানে যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনের (২৬) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত বধুবার মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুরে পুরাতন ফেরিঘাট এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন শাওন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
শাওনের মৃত্যুর খবরে সারা দেশে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনের মৃত্যুতে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি ও যুবদল। এনটিভির প্রতিনিধিদের পাঠানো খবর :
ময়মনসিংহ থেকে আইয়ুব আলী জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে যুবদলনেতা শহীদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাট মধ্যবাজারে ধানহাটা মসজিদ প্রাঙ্গণে আজ বিকেলে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীরা মৌন শোক পদযাত্রা করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে গায়েবানা জানাজা ও শোক পদযাত্রায় অংশ নেন বিএনপির বিপুল নেতাকর্মী।
নড়াইলে থেকে মুনীর চৌধুরী জানান মুন্সীগঞ্জের যুবদলনেতা শাওনের মৃত্যুতে নড়াইলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপির উদ্যোগে আজ জুমার নামাজের পর শহরের আলাদাতপুর কবরস্থানের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, সহদপ্তর সম্পাদক রাশেদুজ্জামান মিলন, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুগ্ম সম্পাদক লিটন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, পৌর যুবদলের আহ্বায়ক জাভেদুল হক জনি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসানসহ নড়াইল পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদ জানান, যুবদলনেতা শাওনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে যুবদলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা জেলা শহরের হয়বতনগর সাহেববাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন ও সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা বিএনপির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোশতাক আহমেদ শাহিনসহ শতাধিক দলীয় নেতাকর্মী গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।