যুবমহিলা লীগের সম্মেলন আজ
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবমহিলা লীগের সম্মেলন আজ বৃহস্পতিবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে সংগঠনের শীর্ষ দুই নেত্রী নির্বাচন করা হবে।
যদিও জানা গেছে, কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর অর্পণ করবেন। তিনিই নেতৃত্ব তুলে দেবেন। একই সঙ্গে আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুব মহিলা লীগেরও কমিটি ঘোষণা হতে পারে।
২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হন অপু উকিল।
২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হন। ১৮ বছর ধরে তারা দুজনই এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবু সব কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। গত ১০ মে সম্মেলনের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেন তারা। শুরু হয় কমিটি দেওয়া।
এবার যারা নেতৃত্বে আসবেন, তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন পরিস্থিতি সামলাতে হবে। নিজেদের যোগ্য প্রমাণে তাই মরিয়া মহিলা নেত্রীরা।