রংপুরে পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/01/bbb_0.jpg)
বদরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে মনিরুজ্জামান বাবু (৬) ও মোহাম্মদ বিজয় বাবু (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মনিরুজ্জামান ওই মুস্তাফিজুর রহমানের ছেলে এবং বিজয় বাবু গোপালপুর মধ্যপাড়া গ্রামের আনারুল হকের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে, মনিরুজ্জামান ও বিজয় বাবু বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে পানিতে ডুবে যায়। মনিরুজ্জমানের মা কান্নাকাটি শুরু করলে এক যুবক পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।