ডোবায় ডুবে ভাইবোন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/29/natore-2-child-drawn.jpg)
নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় ডোবায় ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় ডোবায় ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার হোটেল শ্রমিক শিমুলের মাদ্রাসায় পড়ুয়া মেয়ে আট বছরের নোভা আজ দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে ফিরে তার সাত বছরের ছোট ভাই সম্রাটকে নিয়ে বাড়ির পেছনে খেলতে যায়। দীর্ঘ সময় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মাইকিংও করা হয়।
একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।