রংপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ
শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনী রোববার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার ব্যবস্থাপনায় ১০ ফিল্ড অ্যাম্বুলেন্স এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিকেলে নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোয়ানী, নীলফামারী এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি এসময় বাংলাদেশ সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।