‘রাগ করে বাসা থেকে বের হয়ে’ আর ফিরলেন না জিহাদ
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে জিহাদ মাতুব্বর (২৪) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মধ্য খাগদী এলাকা থেকে গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদ মাদারীপুর সরকারি কলেজের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জিহাদের সঙ্গে তাঁর বাবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ রাগ করে বাসা থেকে হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরে গতকাল রোববার দুপুরের দিকে বাড়ির পাশেই বড় একটি পুকুরে জিহাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পরিবারের স্বজনেরা লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘এক যুবককে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করি।’
জিহাদের বাবা রাজু মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও তো কোনো শত্রুতা নাই। তবুও কে মারল আমার ছেলেকে? আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘স্থানীয়রাই লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। লাশটির মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি (জিহাদ) পানিতে ডুবে মারা গেছেন, নাকি এটি একটি হত্যাকাণ্ড, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।’