রাজধানীতে ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট শুরু সোমবার
শীত মানেই অন্যরকম অনুভূতি। ফল-ফুল ও পিঠাপুলির বাহারি সমাহার। এই শীতকে সামনে রেখে রাজধানীতে আগামী সোমবার শুরু হচ্ছে দুদিনব্যপী ‘ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট’। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ধানমণ্ডির ২৭ নম্বরের মাইডাস সেন্টারে চলবে এই ফেস্ট, যার ইভেন্ট পার্টনার ‘ই৩৬৫’। কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ উদ্বোধন করবেন ফেস্ট।
জানা গেছে, দুই দিনব্যাপী এ মেলায় দেশীয় পণ্য নিয়ে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেবেন। শীতের পোশাক, পিঠাপুলি, হারবাল পণ্যসহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসবেন উদ্যোক্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার দরজা খোলা থাকবে। মেলায় কোনো প্রবেশমূল্য নেই।
আয়োজকরা জানিয়েছেন, ব্যতিক্রমী এই মেলায় তিনজন দাঁতের চিকিৎসক থাকবেন। তারা মেলায় আসা দর্শনার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ করবেন। থাকবেন একজন পুষ্টি বিশেষজ্ঞ ও মনোচিকিৎসক। তারাও বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন। মেলায় ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা কর্নার থাকবে।