রাজধানীর স্বামীবাগের সেই ‘আস্তানা’ থেকে আটক পাঁচ
রাজধানীর স্বামীবাগের একটি বাসায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৩-এর কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যমের বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘স্বামীবাগের যে বাসায় অভিযান চালানো হয়েছিল, সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের র্যাব-৩-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।’
র্যাবের কর্মকর্তা আরও বলেন, ‘তাদের সম্পর্কে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সে তথ্যের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। বাকি তথ্য জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।’
এর আগে আজ বিকেলে র্যাব-৩-এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক বলেছিলেন, ‘স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী রোডের একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে জঙ্গিরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।’